ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ব্যাংক ডাকাতির চেষ্টা: লিয়ন ৩ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৬, ২০ ডিসেম্বর ২০২৪
ব্যাংক ডাকাতির চেষ্টা: লিয়ন ৩ দিনের রিমান্ডে 

শুক্রবার ব্যাংক ডাকাতি চেষ্টা মামলার আসামি লিয়ন মোল্লাকে আদালতে নেয় পুলিশ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার মামলায় গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক হিরন কুমার বিশ্বাস তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে, মামলার অপর ‍দুই আসামি আরাফাত (১৬) ও  সিফাতের (১৬) স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

লিয়ন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। দুই কিশোরের এক জন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘেরাও করেন। এরপর পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে ডাকাতরা।

এ ঘটনায় ওই ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়