ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিভেদের প্রাচীর তৈরি কর‌তে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২০ ডিসেম্বর ২০২৪  
বিভেদের প্রাচীর তৈরি কর‌তে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা। আমাদের ঐক্যের বন্ধনকে মজবুত রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে বিভেদের প্রাচীর তৈরি হতে দেওয়া যাবে না।’

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্স মিলনায়তনে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকার রজতজয়ন্তী ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের অধিবাস। আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। একে অপরের দুঃখে-সুখে অংশীদার হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুন্ন থাকে সে লক্ষ্যে সার্বিক প্রয়াস চালিয়ে যেতে হবে। আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যেকে ধরে রাখতে হবে।”

আরো পড়ুন:

ধর্ম উপদেষ্টা আরো বলেন, “একটি সুন্দর, স্থিতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের এই প্রয়াসকে সফল করতে হবে।”

ড. খালিদ বলেন, “সাতকানিয়া-লোহাগাড়া একটি আলোকিত জনপদের নাম। এ জনপদে শত শত বছরের পথ পরিক্রমায় বিভিন্ন শ্রেণি-পেশার জ্ঞানী-গুণী, প্রথিতযশা ও আলোকিত মানুষের জন্ম হয়েছে। এসব নক্ষত্রগুলোকে খুঁজে বের করা দরকার। এ জাতীয় বরেণ্য মানুষদের পদাঙ্ক অনুসরণ করে আগামী প্রজন্ম সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে।”

সাতকানিয়া-লেহাগাড়া সমিতির কর্মকাণ্ড তুলে ধরে উপদেষ্টা  বলেন, “প্রতিষ্ঠালগ্ন হতে  সমিতি অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে বৃত্তি, অভাবগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা, ঘর নির্মাণে ঢেউটিন বিতরণ ও চিকিৎসা উপকরণ প্রদানসহ নানা সেবাধর্মী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। এ সমিতির বৃত্তি নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া এলাকার অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। সেবাধর্মী এরূপ কার্যক্রমের জন্য উপদেষ্টা সমিতির সদস্যদেরকে অভিনন্দন জানান।”

এর আগে ধর্ম উপদেষ্টা সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষ্যে ‘ডলুপ্রবাহ' শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

সমিতির সভাপতি মোহাম্মদ শফিকউল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী সমিতির বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে সিবিএম গ্রুপের চেয়ারম্যান ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক জয়নুল আবেদীন জামাল, অনুষ্ঠান উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন,  সমিতির সহ-সভাপতি মুনীর চৌধুরী, সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি আবদুল করিম, সহ-সভাপতি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়