ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সি বি জামান মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২০ ডিসেম্বর ২০২৪  
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সি বি জামান মারা গেছেন

সি বি জামান

দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সি বি জামান মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সি বি জামানের মৃত্যুর খবর জানিয়ে তার পুত্র সি এফ জামান বলেন, “গত এক সপ্তাহ আগে বাবার হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই আইসিইউতে ছিলেন তিনি। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় মারা যান তিনি।”

দাফনের বিষয়ে সি এফ জামান বলেন, “আমাদের গ্রামের বাড়ি সিলেট। সেখানেই নিয়ে যাব। সিলেটের শাহজালালের রহ. এর দরগাহ কেন্দ্রীক যে কবরস্থান সেখানেই বাবাকে সমাহিত করা হবে।”

আরো পড়ুন:

গত ১৩ ডিসেম্বর বাথরুমে পড়ে গিয়ে আহত হন ‘উজান ভাটি’ সিনেমার পরিচালক সি বি জামান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় তার ছেলে সি এফ জামান বলেছিলেন, “বাবার ‌হার্ট অ্যাটাক হয়েছে। ক্রনিক কিডনি ডিজিজ থাকার কারণে হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে ৫ হয়েছে। অন্যদিকে হিমোগ্লোবিন কমে ৬-এ দাঁড়িয়েছে।”

সত্তর দশকের শুরুর দিকে চলচ্চিত্র পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ তালিকায় রয়েছে— ‘পুরস্কার’, ‘উজান ভাটি’, ‘কুসুম কলি’, ‘হাসি’, ‘লাল গোলাপ’ প্রভৃতি। ১৯৮৩ সালে ‘পুরস্কার’ সিনেমা পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘কুসুম কলি’। এটি ১৯৯০ সালে মুক্তি পায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়