ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আরিফ ভাই, আপনার হাসিমুখটাই মনে থাকবে: ফারুকী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৩০, ২০ ডিসেম্বর ২০২৪
আরিফ ভাই, আপনার হাসিমুখটাই মনে থাকবে: ফারুকী

এ এফ এম হাসান আরিফ, মোস্তফা সরয়ার ফারুকী

আজ মারা গেছেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। তার আকস্মিক মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শোক প্রকাশের পাশাপাশি স্মৃতিচারণও করেছেন।   

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে শোক প্রকাশ করে ‘৪২০’ নির্মাতা বলেন, “উপদেষ্টা হাসান আরিফ ভাইয়ের আকস্মিক প্রয়াণে শোকাহত। আমার সাথে উনার আলাপ অল্প কয়েক দিনের। মূলত ক্যাবিনেট মিটিংয়ের আগে-পরে উনার হাসিমুখই মনে পড়ছে। আর মনে পড়ছে এনডিসি প্রোগ্রামে ফিল্ম-অভিনয় এসব নিয়ে আলাপ।”

একটি ঘটনার বর্ণনা দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “শেষ যেটা মনে পড়ছে, এবারের বিজয় দিবসে একসাথে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। এক সময় ক্লান্ত হয়ে আমি দেয়ালে বসলেও উনি ঠাঁয় দাঁড়িয়েছিলেন। এটা নিয়ে একটু হাসিতামাশাও করেছিলেন। আপনার হাসিমুখটাই আমার মনে থাকবে, আরিফ ভাই।”

আরো পড়ুন:

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ এফ এম হাসান আরিফ।  

২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়