ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ` কর্মশালা
নিরাপদ মাতৃত্ব এবং শিশুর জন্য সুস্থ শৈশবের অঙ্গীকারে ময়মনসিংহে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস' শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক সরকারি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘‘এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু ও নারীর উন্নয়নের মাধ্যমে সমাজের পরিবর্তন।”
ভবিষ্যৎ প্রজন্মকে আরো এগিয়ে নিতে এ কর্মশালার মাধ্যমে যে বার্তা সাংবাদিকরা পাবেন, তা মাঠপর্যায়ে অনুশীলন করলে জনগণ উপকৃত হবে, উল্লেখ করেন ড. আলতাফ। পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ৫ আগস্টের পর বর্তমান সরকার নানা আঙ্গিকে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করছে।রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হিসেবে অভিহিত গণমাধ্যম নারী ও শিশু বিকাশের অন্তরায় উত্তরণে সমাজকে যাতে আরো সহযোগিতা করতে পারেন, সেজন্য এ কর্মশালা।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন, এনআইএমসি পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।
ঢাকা/হাসান/সাইফ