ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর কর আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৭, ২০ ডিসেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্র থেকে তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর কর আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগেই ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, ইইউকে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই তেল ও গ্যাস কিনতে হবে, অন্য কোথাও থেকে নয়। এর ব্যতিক্রম হলে তিনি কর আরোপ করবেন।

শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ হুমকি দিয়েছেন

তিনি লিখেছেন, “আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছিলাম যে তাদেরকে অবশ্যই আমাদের তেল এবং গ্যাস বিপুল পরিমাণে কেনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বিশাল ঘাটতি রয়েছে তা পূরণ করতে হবে - অন্যথায়, পুরোপুরি শুল্ক আরোপ!!!”

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী , ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২০২ দশমিক ৫ বিলিয়ন ডলার। ওই বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আমেরিকার আমদানির পরিমাণ ছিল ৫৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নে আমেরিকার রপ্তানির পরিমাণ ছিল ৩৫০ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়