ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কল্পনাও করিনি মানুষ এতটা পছন্দ করবেন: তামান্না

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪০, ২১ ডিসেম্বর ২০২৪
কল্পনাও করিনি মানুষ এতটা পছন্দ করবেন: তামান্না

চলতি বছরে বক্স অফিস কাঁপানো অন্যতম বলিউড সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৭ কোটি রুপির বেশি।

বক্স অফিস ছাড়াও এ সিনেমার আজ কি রাত’ শিরোনামের আইটেম গানও দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। এতে পারফর্ম করেন তামান্না ভাটিয়া। তার সঙ্গী ছিলেন পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাও। ইউটিউবে মুক্তির পর বৈশ্বিকভাবে ট্রেন্ডিংয়ের দ্বিতীয় অবস্থানে ছিল।

‘আজ কি রাত’ গানে ‘মিল্কি বিউটি’ তামান্নার নাচে বুঁদ হয়েছিলেন তার ভক্ত-অনুরাগীরা। মুক্তির পর এতদিন কেটে গেলেও এখনো দর্শকদের মোহ কাটেনি। এখন দর্শক-শ্রোতাদের ভালোবাসা পান বলে জানিয়েছেন তামান্না।

টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন তামান্না ভাটিয়া। এ আলাপচারিতায় তিনি বলেন, “অভিনেতারা যখন গান গাওয়ার চেষ্টা করে, তখন ব্যাপারটা আলাদা। কারণ আমার মনে হয়েছিল, আমি শামার চরিত্রের মতোই অভিনয় করতে চাই। এটি আমার কাছে একটা চরিত্র ছিল, কোনো ড্যান্স নাম্বার ছিল না। আমার মনে হয়, সে কারণেই এর নিজস্ব একটা স্বাদও তৈরি হয়েছিল।”

গত ২৪ জুলাই ইউটিউবে মুক্তি পায় ‘আজ কি রাত’ গানটি। এ পর্যন্ত ৬৯ কোটির বেশি বার দেখা হয়েছে এটি। মুক্তির পর কেটে গেছে প্রায় ৫ মাস। এখনো দর্শকদের ভালোবাসা সিক্ত হচ্ছেন তামান্না। এ বিষয়ে তিনি বলেন, “গানটি গজল এবং টেকনোর মিশ্রণ। হ্যাঁ, এটা ঠিক যে, শুটিং করার সময় আমরা কল্পনাও করিনি মানুষ এতটা পছন্দ করবেন। ‘আজ কি রাত’-এর জন্য আমি এখনো ভালোবাসা পাই।”

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়