ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জাবির ভর্তি বিজ্ঞপ্তি সংস্কার না করলে কঠোর কর্মসূচি

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২১ ডিসেম্বর ২০২৪  
জাবির ভর্তি বিজ্ঞপ্তি সংস্কার না করলে কঠোর কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল এবং আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির জাবি শাখার মুখ্য সংগঠক নকিব আল মাহমুদ। এতে ভর্তি বিজ্ঞপ্তি সংস্কার না করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশাসন আগের মতো শিফটভিত্তিক বৈষম্যমূলক পরীক্ষা পদ্ধতি চালু করেছে, ইউনিটের সংখ্যা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে এবং আবেদন ফি অপরিবর্তিত রেখেছে। এটি মেধা যাচাই ও মেধার সুষ্ঠু বিকাশে প্রধান অন্তরায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে এবং সংস্কারপূর্বক এর যথাযথ পরিবর্তনের দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা যাচাইয়ের একটি সুনির্দিষ্ট মানদণ্ড থাকা জরুরি। বিশ্ববিদ্যালয়ে শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা নিলে যে অন্যায় ও অবিচার হয়, তার ফলাফল আমরা পূর্বেই দেখেছি। কোন শিফটে অধিক শিক্ষার্থীর সুযোগ পাওয়া এবং কোন শিফটে তা কম পাওয়াই প্রমাণ করে, শিফটভিত্তিক প্রশ্নপত্রে সমতা নির্ণয় সম্ভব নয়। তাই গণ-অভ্যুত্থানপরবর্তী বৈষম্য লাঘবে প্রশাসনের অকার্যকর ভূমিকা আমাদের হতাশ ও শঙ্কিত করে।

শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা বাতিলে দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এ দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে প্রশাসন যেন ভুলে না যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেন। কিন্তু এ রকম বাড়তি পরীক্ষা ও বাড়তি ফি তাদের সে স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। আমরা চাই না আবেদন ফির কারণে কারও ভর্তি পরীক্ষা না দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হোক। ভর্তি পরীক্ষা কোন বাণিজ্য নয়। যেসব শিক্ষক ও কর্মকর্তা ভর্তি পরীক্ষাকে বাণিজ্যে রূপান্তরিত করেছেন, তাদের চিহ্নিত করে অতি দ্রুত এ প্রহসন বন্ধ করা হোক। অন্যথায় এ ভর্তি বিজ্ঞপ্তি সংস্কার না করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ঢাকা/আহসান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়