ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লটারি নয়, পরীক্ষায় ভর্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:১০, ২২ ডিসেম্বর ২০২৪
লটারি নয়, পরীক্ষায় ভর্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাটের শিক্ষার্থীরা।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হতো। এতে মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেত। কিন্তু, বিগত কয়েক বছর ধরে লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

ফলে, মেধাবী শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। লটারি পদ্ধতি অনেকটা জুয়ার মতো। এ পদ্ধতি বাতিল করে আগের মতো ভর্তি পরীক্ষা নিয়ে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হোক।

ঢাকা/শহিদুল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়