হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে ৯টি প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। এরই মধ্যে অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে।
গত ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স করপোরেশন নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে হাসিনা পরিবারের ৫০০ কোটি মার্কিন ডলার দুর্নীতির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টার নাম।
এর আগে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
গত ৫ আগস্ট পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগ আনে। এর পাশাপাশি হাসিনা সরকারের ৪৫ জন সাবেক মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ