সাউথইস্ট ব্যাংকের ডিপিএস ও ঋণের কিস্তি দেওয়া যাবে নগদে
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
এখন থেকে সাউথইস্ট ব্যাংকের ডিপিএস এবং ঋণের কিস্তি পরিশোধ করা যাবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে।
সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে, নগদের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার এই কার্যক্রম শুরু হলো।
ফলে নগদের অ্যাপ ব্যবহার করে বা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট থেকে সরাসরি সাউথইস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে। এই পদ্ধতিতে নগদ গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা, ডিপিএসের টাকা জমা, ঋণের কিস্তি দিতে পারবেন।
এজন্য নগদ অ্যাপ ব্যবহার করে গ্রাহককে বিল পে মেন্যুতে ক্লিক করতে হবে। তারপর ব্যাংক ও পরের ধাপে সাউথইস্ট ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে জমাদান প্রক্রিয়া শেষ করা যাবে। প্রতি হাজার টাকা লেনদেনে গ্রাহককে ১ শতাংশ চার্জ প্রদান করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘‘ব্যাংক ও এমএফএস পরস্পরের হাত ধরেই দেশে আর্থিক অন্তর্ভূক্তি এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে নগদ চায় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। আর সাউথইস্ট ব্যাংকের মতো দ্বিতীয় প্রজন্মের ব্যাংকের সাথে মিলে প্রান্তিক এলাকার মানুষের জীবন পরিবর্তন করতে আমরা এই পার্টনারশিপকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারব। এবার নগদ থেকে ব্যাংকে অর্থ জমা দেওয়ার এই পদ্ধতি শুরু করে আমরা আশা করছি, গ্রাহকদের জীবন আরও সহজ হবে।’’
সাউথইস্ট ব্যাংকের সাথে নগদের ব্যবসায়ীক কার্যক্রম দীর্ঘদিনের। দুই প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল পার্টনারশিপে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ঢাকা/সুমন/সাইফ