ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

যে লক্ষণগুলো ক্যান্সারের জানান দেয়

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৪
যে লক্ষণগুলো ক্যান্সারের জানান দেয়

ছবি: প্রতীকী

নানা ধরনের ক্যান্সার আছে। কিন্তু সব ধরনের ক্যান্সারের কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্টগুলো দেখলে চিকিৎসকেরা সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শরীরের যেকোন জায়গায় অস্বাভাবিক চাকা দেখা দেওয়া বা হঠাৎ অনেক ওজন কমে যাওয়া ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণ। দীর্ঘদিন গ্যাস্ট্রিকে ভুগলেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

ডা. হাসান শাহরিয়ার কল্লোল কানসালটেন্ট, জেনারেল ও ক্যান্সার সার্জন বলেন, ‘‘এক এক অঙ্গের ক্যান্সারের এক এক লক্ষণ হয়ে থাকে। তবে ক্যান্সারের কমন কতকগুলো লক্ষণ রয়েছে। ক্যান্সার হলে হঠাৎ এবং দ্রুত কারও ওজন কমে যেতে শুরু করে। যেমন কেউ আগে যেমন জীবন যাপন করতেন, ঠিক একই রকমভাবে জীবন যাপন করছেন কিন্তু দেখা গেলো ছয় মাসের মধ্যে ১০ কেজি ওজন কমে গেছে। তবে সন্দেহ করতে পারেন ক্যান্সার হলো কিনা। এ ছাড়া শরীরে যেকোন জায়গায় হঠাৎ চাকা দেখা দিতে পারে। সেটা হতে পারে ব্রেস্টে বা অন্য যেকোন জায়গায়। এ ছাড়া শরীরে রক্ত বা হিমোগ্লোবিন কমে যেতে পারে। যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় সেটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে।’’

‘‘ যদি কোনো কারণে খাবারের রুচি কমে যায় তাহলে সন্দেহ করতে হবে ক্যান্সার হয়েছে কিনা। অন্য আরও অনেক কারণের মধ্যে ক্ষুধামন্দা তৈরি হতে পারে। যা ক্যান্সার একটা অন্যতম কারণ। খাদ্য বা পানীয় গিলতে সমস্যা দেখা দেবে। দীর্ঘদিন যারা গ্যাস্ট্রিকে ভুগছেন এবং খাদ্যে অরুচি সেক্ষেত্রে মাথায় রাখতে হবে পাকস্থলিতে কোনো ক্যান্সার হলো কিনা। যদি দেখা যায় যে, জন্ডিস হয়েছে এবং জন্ডিস কোনো ভাবেই সারছে না সেক্ষেত্রে লিভার বা যকৃতের ক্যান্সার হতে পারে। এমনকি যকৃতের আশেপাশে ক্যান্সার হতে পারে। পায়খানার রাস্তা দিয়ে রক্ত গেলে কোলন ক্যান্সার হলো কিনা, সেটা বুঝতে হবে। এই ক্যান্সার পেটের ডান দিকে বা বাম দিকে চাকা তৈরি করতে পারে। সার্কোমা বলে একটি ক্যান্সার আছে যেটা মাংসপিন্ড বা চর্বির টিস্যুতে হতে পারে। এই ক্যান্সার হলে হাতে, পায়ে বা অন্য কোনো জায়গায় অস্বাভাবিক চাকা দেখা দেয়। ’’ –যোগ করেন ডা. হাসান শাহরিয়ার কল্লোল।

আরো পড়ুন:

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়