ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:১৫, ৩০ ডিসেম্বর ২০২৪
ভারতকে হারিয়ে ফাইনালে এক পা অস্ট্রেলিয়ার

মেলবোর্ন টেস্টের রোমাঞ্চ ছড়ান পঞ্চম ও শেষ দিনে ভারতকে ১৮৪ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। পাশাপাশি এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেল ভারত।

আজ সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) সকালে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪০ রান। সেই রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে চা বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ঋষভ পন্তের উইকেট হারানোর পর নাটকীয়ভাবে পরিস্থিতিতি বদলে যায়। শেষ পর্যন্ত ৭৯.১ ওভারে ভারত ১৫৫ রানে অলআউট হয়ে যায়। আর অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয় পায়।

রান তাড়া করতে নেমে ৮ রানেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ৩ রান করে প্যাট কামিন্সের শিকার হন তিনি। ২৫ রানের মাথায় লোকেশ রাহুলকেও ফেরান কামিন্স। রাহুল অবশ্য রানের খাতাই খুলতে পারেননি। ৩৩ রানের সময় মিচেল স্টার্ক কোহলিকে ফিরিয়ে স্বস্তি দেন অজি শিবিরে। তারকা এই ব্যাটার ৫ রানের বেশি করতে পারেননি।

আরো পড়ুন:

সেখান থেকে যশস্বী জয়সওয়াল ও ঋভষ পন্ত ৮৮ রানের জুটি গড়ে স্বপ্ন দেখান। কিন্তু ১২১ রানের মাথায় পন্ত আউট হওয়ার পর দ্রুত বদলে যায় দৃশ্যপট। ১০৪ বল খেলে ২ চারে ৩০ রান করা পন্তকে ফেরান ট্র্যাভিস হেড। এরপর ১৫৫ রানে যেতেই অলআউট হয়ে যায় ভারত। ৩ উইকেটে ১২১ থেকে ১৫৫ রানে যেতে বাকি ৭টি উইকেট হারায় সফরকারীরা। পন্ত ছাড়া জয়সওয়াল সর্বোচ্চ ৮৪ রান করেন ২০৮ বলে ৮ চারে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন নাথান লায়ন।

প্রথম ইনিংসে ৪৯ রান ও ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪১ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়