বিপিএল: ছবি ঘর
আজ সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) পর্দা উঠেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএল। সাত দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে দুপুর দেড়টায় শুরু হয়েছে এবারের বিপিএল। তার আগে চলুন দেখে নেওয়া যাক বিপিএলের প্রথম দিনের কিছু ছবি।
০১
বিপিএল মাঠে গড়ানোর অপেক্ষা। দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে দুপুর দেড়টায় শুরু হবে বিপিএল।
০২
শুরু হচ্ছে তারণ্যের উৎসব
‘এসো দেশ বদলাই, পৃথীবি বদলাই’ স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ বিপিএল দিয়ে। এবং শেষ হবে ২০২৫ সালের ১৯ ফেব্রয়ারি সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনাল দিয়ে।’
০৩
উন্মাদনাও টের পাওয়া যাচ্ছে
মাঠে প্রবেশের অপেক্ষায় সমর্থকরা। প্রিয় দলের পতাকা, জার্সি গায়ে জড়িয়ে সমর্থকরা পৌঁছেছেন মাঠে।
০৪
আছেন প্রমিলা সমর্থকও
স্টেডিয়ামের গেটের বাইরে পতাকা দেখছেন প্রমিলা সমর্থকরা।
০৫
দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা
‘‘রোধ করি বায়ু দূষণ। বিশুদ্ধ বায়ুর অপর নাম জীবন’’ - জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে আয়োজকরা।
০৬
টিকিট নিয়ে হাহাকার!
টিকিট না পেয়ে মিরপুরে ক্ষুদ্ধ ক্রিকেট সমর্থকরা। গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল তারা। এরপর পুলিশের কঠোর অবস্থান এবং লাঠিচার্জে পিছনে যেতে বাধ্য হন তারা। পুরো স্টেডিয়ামে এলাকািয় এখন পুলিশের কঠোর অবস্থান।
০৭
মুগ্ধ পানি কর্ণার
বিপিএলে প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি দর্শকের জন্য থাকবে বিনামূল্যে পানির ব্যবস্থা।
ঢাকা/ইয়াসিন/আমিনুল