ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

বরিশালের আমন্ত্রণে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৩, ৩০ ডিসেম্বর ২০২৪
বরিশালের আমন্ত্রণে ব্যাটিংয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরের যাত্রা শুরু হলো। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহীকে। টসের পর স্বল্প আয়োজনে উদ্বোধনী প্রক্রিয়া সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। শান্তির পায়রা, সাদা রঙের বেলুন উড়িয়ে এবং বর্ণিল আলোকচ্ছটায় উদ্বোধন হয় বিপিএলের। এছাড়া জুলাই বিপ্লবের আহতদের সম্মানিত করা হয়।

সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।

আরো পড়ুন:

৭ দল নিয়ে এবারও হচ্ছে বিপিএল। নতুন করে কোনো দল বাড়ায়নি বিসিবি। তবে দলগুলোতে পরিবর্তন এসেছে। ৭টি দল হলো— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরোনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

বরিশাল একাদশ:
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম ও রিপন মন্ডল।

রাজশাহী একাদশ:
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, জিসান আলম, ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল, হাসান মুরাদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয়, লাহিরু সামারাকুন ও এস এম মেহরব হাসান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়