ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

কোয়ান্টাম কম্পিউটিংয়ে চীনের নতুন মাইলফলক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৯ মার্চ ২০২৫  
কোয়ান্টাম কম্পিউটিংয়ে চীনের নতুন মাইলফলক

চীনের বিজ্ঞানীরা সম্প্রতি নতুন একটি সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছেন। এর নাম রাখা হয়েছে চুছোংচি ৩.০। ১০৫ কিউবিটের একটি পরীক্ষামূলক কম্পিউটার এটি।

সুপারকন্ডাক্টিং প্রযুক্তিতে কোয়ান্টাম কম্পিউটিং ক্ষমতার নতুন রেকর্ড স্থাপন করেছে চীনের এই আবিষ্কার।

চীনা গবেষক পান চিয়ানওয়ে, চু সিয়াওবো এবং পেং ছেংচি যৌথভাবে এই কম্পিউটার তৈরি করেছেন। এতে ১০৫টি কিউবিট এবং ১৮২টি কাপলার রয়েছে। কোয়ান্টাম র‌্যান্ডম সার্কিট স্যাম্পলিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের তুলনায় কোয়াড্রিলিয়ন (১০ এর পর ১৫টি শূন্য) গুণ দ্রুত এবং গুগলের ২০২৪ সালে তৈরি কোয়ান্টাম কম্পিউটারের চেয়েও ১০ লাখ গুণ দ্রুত গণনা করতে পারবে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র সাইকামোর নামে একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে। ২০২০ সালে চীন তৈরি করেছ চিউচাং কোয়ান্টাম কম্পিউটার।
২০২১ সালে চীন ৬৬-কিউবিটের চুছোংচি ২.১ তৈরি করে। এ কম্পিউটার তৈরিতে গবেষণা সংক্রান্ত বিস্তারিত প্রকাশ হয়েছে ফিজিক্যাল রিভিউ লেটার্স জার্নালে।

চুছোংচি ৩.০ কোয়ান্টাম ভুল সংশোধন, কোয়ান্টাম সম্পৃক্ততা, কোয়ান্টাম সিমুলেশন এবং কোয়ান্টাম রসায়ন নিয়ে কাজ করতে সক্ষম।

গবেষক চু সিয়াওবো জানিয়েছেন, তারা বর্তমানে সারফেস কোড ভুল সংশোধন নিয়ে গবেষণা করছেন।

তথ্য ও ছবি: সিনহুয়া

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়