ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

লেনদেন সীমা বাড়ল

বিকাশ-নগদ-রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৪৯, ২৭ মার্চ ২০২৫
বিকাশ-নগদ-রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে

ছবি সংগৃহীত

ঈদকে সামনে রেখে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের মতো প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকেরা দৈনিক ও মাস ভিত্তিতে আগের চেয়ে বেশি টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন।

লেনদেন সংখ্যার সীমা প্রত্যাহারের পাশাপাশি এসব হিসাবে টাকা জমা রাখার পরিমাণও বাড়ানো হয়েছে। তবে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ বিবেচনায় লেনদেনের ক্ষেত্রে সীমা কমিয়ে রাখতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

আরো পড়ুন:

নির্দেশনায় ক্যাশ ইন বা নগদ জমার বিষয়ে বলা হয়েছে, এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তি হিসাবে প্রতিদিন ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে। মাসে লেনদেনের পরিমাণ ৩ লাখ টাকা। আগে ব্যক্তি হিসাবে প্রতিদিন ৩০ হাজার টাকা লেনদেন করা যেত, মাসে লেনদেনের পরিমাণ ছিল ২ লাখ টাকা।  

ক্যাশ আউট বা টাকা উত্তোলনের ক্ষেত্রে বলা হয়েছে, একইভাবে এজেন্ট পয়েন্টে ব্যক্তি হিসাব থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করতে পারবে। মাসে উত্তোলনের পরিমাণ ২ লাখ টাকা। আগে উত্তোলন করতে পারত ২৫ হাজার টাকা, মাসে উত্তোলনের পরিমাণ ছিল ১ লাখ ৫০ হাজার টাকা।

ব্যক্তি টু ব্যক্তি: একজন ব্যক্তি হিসাবধারী আরেকজন হিসাবধারীর কাছে দিনে ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। মাসে লেনদেনের পরিমাণ ৩ লাখ টাকা। আগে দিনে পাঠানো যেত ২৫ হাজার টাকা এবং মাসে ৩ লাখ টাকা।

টাকা জমা রাখা: গ্রাহক এক হিসেবে মাসে ৫ লাখ টাকা জমা রাখতে পারবেন। এক হিসাবে আগে তিন লাখ টাকা পর্যন্ত জমা রাখা যেত।

ঢাকা/এনএফ/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়