ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

শুক্রবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১৯:১৮, ২৭ মার্চ ২০২৫
শুক্রবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক 

আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের লক্ষ্যে এসব ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় অনুযায়ী, সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমা নামাজের বিরতি থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের পূর্বেই বেতন- ভাতাদি উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ উদযাপন করতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মার্চ (শুক্রবার) সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে বিধি মোতাবেক ভাতাদি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এনএফ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়