ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

জটিলতা কাটিয়ে আসছে ‘কৃষ-ফোর’, নয়া অবতারে হৃতিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৮ মার্চ ২০২৫  
জটিলতা কাটিয়ে আসছে ‘কৃষ-ফোর’, নয়া অবতারে হৃতিক

বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’। গত অর্ধ যুগের বেশি সময় ধরে এর চতুর্থ কিস্তি ‘কৃষ-ফোর’ নিয়ে বহু জল্পনা-কল্পনা হয়েছে। কয়েক দিন আগে জানা যায়, সিনেমাটির বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি। কিন্তু কেউ ঝুঁকি নিতে চাচ্ছেন না। ফলে আটকে আছে সিনেমাটির কাজ। 

সব জটিলতা উড়িয়ে নতুন ঘোষণা দিলেন এই সুপারহিরো সিনেমার পরিচালক রাকেশ রোশান। শুক্রবার (২৮ মার্চ) হৃতিকের বাবা রাকেশ মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দেন। তাতে তিনি জানান, ‘কৃষ-ফোর’ পরিচালনাও করবেন হৃতিক। এটি প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।   

রাকেশ রোশান লেখেন, “২৫ বছর আগে আমি তোমাকে (হৃতিক) অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। আজ ২৫ বছর পর দুই চলচ্চিত্র নির্মাতা আদি (আদিত্য চোপড়া) এবং আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি; আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ‘কৃষ-ফোর’ সিনেমা এগিয়ে নেওয়ার জন্য। তোমাদের এই নতুন জার্নির সাফল্য কামনা করছি, আশীর্বাদ রইল।”

আরো পড়ুন:

২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কই মিল গ্যায়া’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।

‘কৃষ-থ্রি’ সিনেমায় হৃতিক ছাড়াও অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানৌত প্রমুখ। তবে ‘কৃষ-ফোর’ সিনেমায় কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়েও কিছু জানাননি হৃতিকের বাবা।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়