ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

চীন থেকে ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ২০:৫৬, ২৮ মার্চ ২০২৫
চীন থেকে ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

চীনের কাছ থেকে বিনিয়োগ, ঋণ ও অনুদান হিসেবে দুই দশমিক এক বিলিয়ন বা ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

চীন সরকার ও বিভিন্ন বেসরকারি কোম্পানির তরফে এই অর্থায়ন করা হবে।

আরো পড়ুন:

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে উদ্ধৃত করে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূসের আহ্বানের পরিপ্রেক্ষিতে ৩০টির মতো কোম্পানি বাংলাদেশে চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে।

মোংলা বন্দর ও চাইনিজ ইকোনমিক জোনের উন্নয়নে প্রায় ৭৫কোটি ডলার ঋণ দেবে দেশটি।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়