ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

স্বস্তির ঈদযাত্রা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২৯ মার্চ ২০২৫  
স্বস্তির ঈদযাত্রা 

স্বাভাবিক সময়ের তুলনায় গাড়ির চাপ বেশি থাকলেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। এবার ঈদের ছুটি বেশি দিন হওয়ায় বেশি মানুষ বাড়ি যাচ্ছে। তবে গত সপ্তাহের শেষদিন থেকে ঈদযাত্রা শুরু হওয়ায় যানজট ও গাড়ির চাপ তুলনামূলকভাবে কম। ফলে এবার অনেকটাই স্বস্তির ঈদযাত্রা হচ্ছে। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ।

শনিবার (২৯ মার্চ) সকাল ৮টায় সায়দাবাদ বাস টার্মিনালে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় গাড়ির চাপ বেশি। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বৃহস্পতিবার ছুটি হলেও চাপ এড়িয়ে যাত্রা করতে চেয়েছেন। এ কারণে আজ সকাল সকাল বাড়ি ফিরছেন তারা। বাস কাউন্টারগুলোতে অপেক্ষমান যাত্রী দেখা গেলেও, টিকিট কাটার কোনো চাপ দেখা যায়নি।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে টিকিট কেনার প্রবণতা বেড়ে যাওয়ায় বাস কাউন্টারগুলোতে আগের মতো ভিড় নেই। তবে গার্মেন্টস ছুটি হলে আগামীকাল রবিবার যাত্রীদের ভিড় আরও বাড়বে বলে তারা মনে করছেন। টার্মিনালে সকালে যাত্রী কম থাকলেও দুপুরের পর তা বাড়বে বলেও মনে করেন তারা।

শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর কুমার বলেন, “এবার যাত্রীদের মধ্যে অন্যান্য সময়ের তুলনায় বেশি প্রাণচাঞ্চল্য দেখা গেছে। ঈদে ছুটি দীর্ঘ হওয়ায় যাত্রীরা ধাপে ধাপে বাড়ি ফিরছেন। বুধবার থেকেই লোকজন বাড়ি ফেরা শুরু করেছেন। ফলে বাস টার্মিনালে প্রচণ্ড ভিড় হয়নি। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে যাত্রীদের চাপ ছিল। এছাড়া, এবার সবকিছু সুন্দরভাবেই হচ্ছে।”

বাস ভাড়া সরকার নির্ধারিত হারেই রাখা হয়েছে বলে পরিবহন কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বকশিশ উল্লেখ করে কিছু লোকাল বাস কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০-৫০ টাকা বেশি নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

এদিকে, আজ বেলা ১১টায় এই বাস টার্মিনাল পরিদর্শন করতে আসার কথা রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হকের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, ঈদযাত্রা এবং অন্যান্য বিষয় তদারকি করবেন তিনি।

মন্ত্রণালয় জানায়, টানা ৯ দিনের ছুটিতে এবারের ঈদযাত্রায় এখনও পর্যন্ত স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একইসঙ্গে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কয়েকশ ভলেন্টিয়ার কাজ করছে মহাসড়কে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়। তবে যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও রোভার স্কাউট সদস্যরা। কুমিল্লার অংশের যানজট প্রবণ ১২টি হটস্পটে যানবাহনের ধীরগতি থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তির।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়