ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

লুঙ্গি পরার কারণ ব্যাখ্যা করলেন বুবলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২৯ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৫৫, ২৯ মার্চ ২০২৫
লুঙ্গি পরার কারণ ব্যাখ্যা করলেন বুবলী

শবনম বুবলী

ঈদে মুক্তি পাচ্ছে শবনম বুবলী ও সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমার গান প্রকাশের পর সিয়াম, বুবলীর রসায়ন মন করেছে নেটিজেনদের। সম্প্রতি বুবলী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরা একটি ছবি পোস্ট করে নেটিজেনদের প্রশ্ন করেন, ‘‘লুঙ্গে পরে জংলি দেখতে গেলে কেমন হয়?’’।  একটি সাক্ষাৎকারে বুবলীকেই উল্টো প্রশ্ন করা হলো, আপনি কেন লুঙ্গি পরেছেন?

ওই ভিডিও সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘‘লুঙ্গির ব্যাপারটা ছিল অবশ্যই আমাদের আপকামিং সিনেমা জংলির সঙ্গে কানেকটেড। এটা আমাদের প্রোমোশনাল একটা ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় যে, সবকিছুইতো একটা ক্লোদিং। সেখান থেকে আমার কাছে মনে হয়, লুঙ্গির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে।’’ 

বুবলী আরও বলেন, ‘‘ছেলেরা আমাদের অনেক কিছু যেমন— কানের অর্নামেন্ট, গলার অর্নামেন্ট, পাঞ্জাবির সাথে ওড়না; এগুলো নেয় তাহলে আমরাও পরে ট্রাই করতে পারি। জাস্ট মজা করছি। এটা আমাদের প্রোমোশনাল।

আরো পড়ুন:

এমন প্রোমশনকে অনেকেই খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।  রহমান মতি নামের একজন বুবলির পোস্টের নিচে মন্তব্যের ঘরে লেখেন, ‘‘জংলি টিম এবার স্মার্টলি প্রোমোশন করে যাচ্ছে। এখন পর্যন্ত সেরা প্রমোশন।’’

আরিনা রহমান নামের একজন লেখেন, ‘‘লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে আরো অনেক অনেক সুন্দর হবে আকর্ষণীয় হবে পুরাই জংলি জংলি ভাব লাগবে।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়