শেফিল্ডকে চ্যাম্পিয়নশিপের শীর্ষে তুললেন হামজা

ম্যাচের দশম মিনিটের খেলা চলছিল। হামজা চৌধুরী প্রতিপক্ষ এক ফুটবলারকে চ্যালেঞ্জ করতেই ধারাভাষ্যকার বলে উঠলেন, “হামজা মিডফিল্ডে খেলা চালিয়ে যাচ্ছে। সে একটা লম্বা বিমানভ্রমণ করেছে; বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে খেলে এসেছে। আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে অভিষেকে নায়কোচিত অভ্যর্থনা পেয়েছে সে।”
ঘটনাটি শুক্রবার (২৮ মার্চ) রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। যেখানে হামজার অসাধারণ পারফরম্যান্সে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ক্রিস ওয়াইল্ডারের দল। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে শেফিল্ড। যদিও ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লিডস ইউনাইটেড খেলেছে ১ ম্যাচ কম।
গতরাতের ম্যাচটা হামজার জন্য একদম ভিন্নরকম ছিল। এর আগে ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায় প্রিমিয়ার লিগে খেললেও, আন্তর্জাতিক কোন মূল দলে তার প্রতিনিধিত্ব করা হয়নি। কভেন্ট্রির বিপক্ষে তিনি যখন খেলেছেন, ততক্ষণে তার নামের পাশে বাংলাদেশে জাতীয় দলের তকমা লেগে গিয়েছে।
ম্যাচের শুরু থেকে ৮৮ মিনিটে পর্যন্ত মাঠে ছিলেন হামজা। এই ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন তিনি। যদিও আগের দুটো ম্যাচে এই ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে কোচ খেলিয়েছিলেন রাইটব্যাক পজিশনে। তিনি তার সহজাত ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকায় কভেন্ট্রির বিপক্ষে দারুণ খেলেছেন। পুরো ম্যাচে হামজা পাস ইন্টারসেপ্ট করেছেন ৪টি, শটও ব্লক করেছেন একটি। দুটো ট্যাকলের একটা সফল ছিল। পাস দিয়েছেন ৩১টি, যার মাঝে ৮০ শতাংশ ছিল সফল।
ঢাকা/নাভিদ