ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

সৌদি আরবে ঈদ রবিবার 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৯ মার্চ ২০২৫   আপডেট: ২২:১৫, ২৯ মার্চ ২০২৫
সৌদি আরবে ঈদ রবিবার 

সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি গেজেট ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি বেসরকারি এবং অলাভজনক খাতের জন্য চার দিনের ছুটি ঘোষণা করেছে।

ছুটির দিনটি রবিবার থেকে শুরু হবে এবং  ২ এপ্রিল পর্যন্ত চলবে। শুক্র-শনিবার সপ্তাহান্তের সাথে মিলিত হলে বেসরকারি খাতের কর্মীরা ছয় দিনের ছুটি পাবেন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়