সৌদি আরবে ঈদ রবিবার

সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে রবিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি গেজেট ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি বেসরকারি এবং অলাভজনক খাতের জন্য চার দিনের ছুটি ঘোষণা করেছে।
ছুটির দিনটি রবিবার থেকে শুরু হবে এবং ২ এপ্রিল পর্যন্ত চলবে। শুক্র-শনিবার সপ্তাহান্তের সাথে মিলিত হলে বেসরকারি খাতের কর্মীরা ছয় দিনের ছুটি পাবেন।
ঢাকা/শাহেদ