ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

বরিশালে প্রধান জামাতে বিএনপি-জামায়াতের নেতাদের নামাজ আদায়

বরিশাল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৩১ মার্চ ২০২৫  
বরিশালে প্রধান জামাতে বিএনপি-জামায়াতের নেতাদের নামাজ আদায়

বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়

বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ১৫ বছর পর একত্রে নামাজ আদায় করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা। এ ধরনের পরিবেশ ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন। 

নামাজ শেষে মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। নামাজ শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লিরা। 

আরো পড়ুন:

নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। নগরীর সদর রোডের বায়তুল মোকাররম, জামে এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নগরীর গীর্জামহল্লার জামে কসাই মসজিদ ও চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে  সকাল সাড়ে ৮টায় প্রথম ও সকাল ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলায় মোট ৮ হাজার ৭৩৪টি মসজিদ রয়েছে। এর মধ্যে ৮ হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়