ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৩১ মার্চ ২০২৫   আপডেট: ১৯:১৯, ৩১ মার্চ ২০২৫
ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

প্রতীকী ছবি

বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বেলা ৩টার দিকে শেরপুর উপজেলার মহিপুর ইউনিয়নের জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহ আলম (৩২) ও তার মেয়ে সেজদান আলম সামান্তা (৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শাহ আলম, তার মেয়ে ও শ্বশুর। জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার চেষ্টা করে। এ সময় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবা-মেয়ের মৃত্যু হয়। আহত শাহ আলমের শ্বশুর হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়