ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

১৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপি নেতাকর্মীদের ঈদ

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ৩১ মার্চ ২০২৫  
১৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপি নেতাকর্মীদের ঈদ

দীর্ঘ ১৬ বছর পর মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বৈরাচারমুক্ত পরিবেশে স্বস্তির ঈদ উদযাপন করতে পেরে খুশি বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ দিনের হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীরা বলছেন, বিগত ১৬ বছর সময়ে যে দুর্বিসহ অত্যাচার-নির্যাতন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করেছে, তা যেন ভবিষ্যতে কখনো আর ফিরে না আসে।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান। কুমারখালী সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই যুবকের বেশ কয়েকটি ঈদ কেটেছে কারাগারে। তার অপরাধ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকা।

আরো পড়ুন:

নিম্ন মধ্যবিত্ত পরিবারের যুবক হৃদয় হাসান জানালেন রাজনৈতিক প্রতিপক্ষের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা-মামলার কারণে দীর্ঘদিন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি। তার পরিবারেও ছিল না ঈদের আনন্দ। আওয়ামী সরকার পতনের পর এ বছর পরিবারের সঙ্গে ঈদ করতে পারছেন। এই যুবক বলছেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যেন ফ্যাসিস্টের ভুমিকায় এদেশে আর ফিরে আসতে না পারে। 

হৃদয় হাসানের মা মোছা. রেনু বেগম বলেন, ‘‘ছেলে বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে আমরা পরিবারের সদস্যরাও স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। দীর্ঘ সময়ে বাড়িতে ছিল না ঈদের আনন্দ। সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটতো। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, যাতে বাড়তি মাত্রা যোগ করেছিল, আওয়ামী দোসরদের নানা হয়রানি।’’

কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘‘শুধু হৃদয় হাসান নয়, বিরোধীদলের ও মতের কোনো নেতাকর্মীরা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনমলে ঈদ উদযাপন করতে পারেনি। বিগত সময়ে এ সব নেতাকর্মীদের বাড়িতেও ছিল না ঈদের আনন্দ। নানা রকম হয়রানি আর অত্যাচারে অতিষ্ঠ থাকলেও আমরা চাই না, এ রকম দিন সামনে ফিরে আসুক।’’

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়