ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৩১ মার্চ ২০২৫  
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

নিহত রাজু

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে শ্রমিকদল নেতা মো. রাজুকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) দুপুরে সদর হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

রাত ৮টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরির অপবাদ দিয়ে রাজুকে পিটুনি দেওয়া হয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় কবির হোসেন ও রেখা বেগমসহ চারজনকে আটক আছে। এরমধ্যে কবির ও রেখার নামে নিহতের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন। অপর দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নাম জানায়নি পুলিশ।

নিহত রাজু সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও সবুজের গোঁজা গ্রামের সফিক উল্যা সবুজের ছেলে। আটক কবির স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে ও রেখা একই এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু পিটুনির শিকার হয়। স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটুনি দেওয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। 
 

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়