ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুধুই ‘পিওনি’ ফুলের ছবি আঁকেন তিনি

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১০ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:০৫, ১০ এপ্রিল ২০২৫
শুধুই ‘পিওনি’ ফুলের ছবি আঁকেন তিনি

কারমেন ভারেলা

স্প্যানিশ শিল্পী কারমেন ভারেলা তার জীবন চিত্রকলা এবং ভাস্কর্যের জন্য উৎসর্গ করেছেন| তার কাজের একটি উল্লেখযোগ্য অংশ পিওনি ফুল কেন্দ্র করে। ছোটবেলা থেকেই এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ তিনি। ভারেলা পিওনি গাছের সৌন্দর্যকে বিশেষভাবে আকর্ষণীয় বলে মনে করেন।

কারমেন ভারেলার চিত্রকর্ম

একটি ভিডিও সাক্ষাৎকারে কারমেন ভারেলা বলেন, ‘‘পিওনির যা আমাকে আকর্ষণ করে তা হল এর ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং সূক্ষ্মতা। কিন্তু এই ফুলের সৌন্দর্য কখনও ম্লান হয় না; যখন এই ফুল ফোটে— ভারী ফুলগুলো মাটিতে লুটিয়ে পড়ে না। যতক্ষণ না এই ফুলের পাপড়িগুলি বাতাসের সাথে ভেসে যায়।’’ 

সূত্র: সিসিটিএন

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়