দুর্বল হার্টের লক্ষণ
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ৬ জনের ১ জন হার্টের রোগজনিত কারণে মারা যায়। এই রোগে আক্রান্ত হওয়ার অনেক কারণ রয়েছে। সেগুলো হলো, ৫০ এর অধিক বয়স, বেশি ওজন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার, রক্তে কোলেস্টেরল এবং বংশগত কারণ। এসব লক্ষণের যেকোন দুইটি উপসর্গ দেখা দিলেই হার্ট দুর্বল হতে শুরু করতে পারে। দুর্বল হার্টের বেশ কিছু লক্ষণ রয়েছে।