নাটোরে পর্ণগ্রাফি আইনে গ্রেফতার ১
আরিফুর ইসলাম || রাইজিংবিডি.কম

নাটোর জেলার মানচিত্র
নাটোর প্রতিনিধি : নাটোরে পর্ণগ্রাফি সংরক্ষণ, প্রদর্শন ও বিপণনের অভিযোগে রুহুল আমিন (১৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নাটোর সদর থানার রামনগর বাজার থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে রামনগর বাজারের আখেরের মোড় এলাকায় ভাই ভাই কম্পিউটারে অভিযান চালানো হয়। এ সময় এই ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারে পর্ণগ্রাফি সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পর্ণগ্রাফি সংরক্ষণ, প্রদর্শন ও বিপণনের অভিযোগে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। রুহুল আমিন একই এলাকায় আব্দুর রাজ্জাকের ছেলে।
ব্যবসা পরিচালনাকারী রাজ্জাকের অপর দুই ছেলে মিলন ও লিটন ঐ সময় ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত ছিল না। এ ব্যাপারে ২০১২ এর পর্ণগ্রাফি আইনে নাটোর থানায় মামলা করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অভিযান পরিচালনাকালে জব্দ কম্পিউটারের হার্ডডিক্সটি পরীক্ষার জন্য বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে।
রাইজিংবিডি/নাটোর/৯ জুন ২০১৫/আরিফুর ইসলাম/সনি
রাইজিংবিডি.কম