যানজট ও বৃষ্টিতে স্থবির রাজধানী
এম এ রহমান || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় যানজট নতুন বিষয় নয়। তবে অন্যান্য দিনের তুলনায় সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার যানজটের তীব্রতা ছিল একটু বেশি। তার সঙ্গে যোগ হয়েছে আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টি। একই সঙ্গে বৃষ্টি ও তীব্র যানজট হওয়ায় রাজধানীবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।
সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হওয়ায় পর থেকেই যানজটও বাড়তে থাকে। সন্ধ্যায় এটা আরো তীব্র আকার ধারণ করে। ১০ মিনিটের পথ যেতে লাগছে ঘণ্টারও বেশি।
যানজটের কারণে অনেকই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। অনেকে কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছান। অফিস থেকে বাসায় ফেরার সময়েও একই ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে।
রাজধানীর মতিঝিল, পল্টন, হাতিরঝিল, বনানী, গুলশান, নিকেতন, মগবাজার, বাড্ডা, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, উত্তরা, টঙ্গীসহ আশপাশের এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।
সন্ধ্যায় উত্তরার কর্মস্থল থেকে বাড্ডায় নিজ বাসায় ফিরছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. রফিক। তিনি বলেন, ‘পুরো রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এক মিনিট চললে ১০ মিনিট থেমে থাকে। পুরো ঢাকা শহর যেন স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় বনানী এলাকায় গাড়ি থেকে নেমে কখনো হেঁটে আবার কখনো রিকশায় করে বাসায় ফিরি। বাসায় আসতে পুরো ভিজে গেছি।’
রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/এম এ রহমান/রফিক/কমল কর্মকার
রাইজিংবিডি.কম