ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কমলাপুরে ট্রেনে আগুন, পুড়ে গেছে দু’টি বগি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৪ মার্চ ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
কমলাপুরে ট্রেনে আগুন, পুড়ে গেছে দু’টি বগি

স্টাফ রিপোর্টার

কমলাপুর রেলস্টেশনে একটি আন্তঃনগর ট্রেনে আগুন দিয়েছে জামায়াত শিবির কর্মীরা। বিকেল সোয়া ৪ টার দিকে তারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হোসেন জানান, নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৪টা ১০ মিনিটে কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর পর পর ককটেল ফাটিয়ে ট্রেনের একটি বগিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি বগি পুড়ে গেছে।

রেলওয়ের নিজস্ব কর্মী ও ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ট্রেনের যাত্রী রাশেদুল হক বলেন, ট্রেনটি কমলাপুর স্টেশনে এসে দাঁড়ায়। নামার পর পরই দেখি ট্রেনে আগুন ধরে গেছে। বিমানবন্দর স্টেশন থেকে ওঠার সময় আমাদের তল্লাশি করা হয়েছে। তার পরও কেন এমন ঘটান ঘটল, আমরা বুঝতে পারছি না।

ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী মুজিবুল হক কমলাপুর রেলস্টেশনে যান। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশে জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে, এটা তারই অংশ।

কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপক মো. খায়রুল বশির জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না। তবে ক্ষতিগ্রস্ত ট্রেনটি একটু বিলম্বে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে গত শনিবার রাতে রাজশাহী রেলস্টেশনে দাঁড়ানো অবস্থায় ঢাকা থেকে যাওয়া সিল্ক সিটি ট্রেনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ওই ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।

এদিকে চট্টগাম রেলস্টেশনে সোমবার সন্ধ্যা সাড়ে আটটার সময় রেলের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তাকর্মী ও অন্যরা বাধা দিলে তারা পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

রেলওয়ে কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, এ সময় অনুমানিক ৩০ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

অপর দিকে সিলেট রেল স্টেশনসহ সিলেটের বিভিন্ন রুটের ট্রেনের ইঞ্জিন, বগি ও ফিসপ্লেটে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলযাত্রীসহ জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সিলেট রেলস্টেশনের ডিপো ইঞ্জিনে এবং মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে রেলের দুটি ব্রিজে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি কুলাউড়া ভাটেরা রেলস্টেশনের মুমিনছড়া চা বাগানের কাছে রেললাইনের ওপর গাছের গুড়ি, পাথর ও বার ফেলে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উপবন ট্রেন কুলাউড়া স্টেশনে দুই ঘণ্টা আটকা পড়ে। রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর পর রেল যোগাযোগ আবার স্বভাবিক হয়।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট রেলস্টেশনের ডিপো ইঞ্জিনে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ আগুন নেভায়।

রাইজিংবিডি২৪.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়