ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ শুরু সোমবার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ শুরু সোমবার

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ আগামীকাল সোমবার থেকে তিন ভেন্যুতে শুরু হবে।

রাউন্ড রবিন লিগ থেকে যোগ্যতার প্রমাণ দিয়ে সুপার লিগে উঠেছে ছয়টি দল। দলগুলো হল লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

সোমবার থেকে সুপার লিগ শুরু হলেও রেলিগেশন লিগ শুরু হবে পরদিন মঙ্গলবার। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা তিনটি দল রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে নামবে। দল তিনটি হল নবাগত বিকেএসপি, উত্তরা স্পোর্টিং ক্লাব ও ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন।

মঙ্গলবার বিকেএসপির-৪ নম্বর মাঠে রেলিগেশন লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও উত্তরা স্পোর্টিং ক্লাব। আর বৃহস্পতিবার একই মাঠে মুখোমুখি হবে বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং ক্লাব।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ