ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মোস্তাফিজুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাবিপ্রবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

অনুষ্ঠানে উপস্থিত অতিথি (ছবি : মোস্তাফিজুর)

হাবিপ্রবি প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালন হয়েছে।

 

আজ সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ডেইরি অ্যান্ড পোল্ট্রি সাইন্স বিভাগের পক্ষ থেকে হাবিপ্রবি অডিটরিয়াম-২ তে একটি সেমিনারের আয়োজন করা হয়। এ বছরের স্লোগান ‘প্রোডিউস মিল্ক, ড্রিংক মিল্ক, বিল্ড হেলদি নেশন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বিভিন্ন বক্তব্য প্রদান করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. এস.এম হারুনুর রশীদ, প্রাক্তন প্রক্টর ডা. শঙ্কর কুমার বসাক, শ্যামল কুমার ঘোষ, সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের ডিন ড. মোছা. আফরোজা খাতুন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. ফজলুল হক, ডা. খালেদ হাসান, ডা. বজলার রশিদ, ডা. গোলাম আযম, ডা. সাজেদুর রহমান, ডা. কামরুজ্জামান মিঠু ও শাহীন আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

 

 

রাইজিংবিডি/হাবিপ্রবি/১৫ জুন ২০১৫/মোস্তাফিজুর রহমান/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়