ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইতালিতে করোনা আক্রান্ত সাড়ে ৫৭ হাজার মানুষ এখন সুস্থ

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে করোনা আক্রান্ত সাড়ে ৫৭ হাজার মানুষ এখন সুস্থ

কোভিড-১৯ রোগে ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।

তবে সাড়ে ৫৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৪৬ জন। এ দিন সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৩ হাজার ৩৩ জন। এখন পর্যন্ত ইতালিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭ হাজার ৫৭৬ জন কোভিড-১৯ রোগী। 

তিনি জানান, ইতালিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। মৃতের হারও আগের চেয়ে কম। সংক্রমণ ঠেকাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আগে জরুরি কারণে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে। 

দেশটির প্রায় ৬ কোটি নাগরিকের সব ধরনের সুযোগ-সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে প্রত্যেকের জন্য বোনাস ঘোষণা করেছে ইতালি সরকার।


ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়