ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

লেবাননে ৯৮ বাংলাদেশি কোয়ারেন্টাইনে, দূতাবাস থেকে খাবার বিতরণ

জসিম উদ্দীন সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লেবাননে ৯৮ বাংলাদেশি কোয়ারেন্টাইনে, দূতাবাস থেকে খাবার বিতরণ

লেবাননে কোয়ারেন্টাইনে থাকা ৯৮ জন প্রবাসী বাংলাদেশির জন্য ঈদ উপহার হিসেবে খাবার পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২৫ মে) সকালে এসব তথ্য জানিয়েছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেরয়ার্স আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, এসব খাবার তৈরি ও পরিবেশনের জন্য দূতাবাসের পক্ষ থেকে তিনজন বাংলাদেশি বাবুর্চি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের লেবাননের সরকারি হেফাজতে রাজধানী বৈরুতের পৃথক দুটি আবাসিক হোটেলে রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই খাবার পরিবেশন করা হচ্ছে।

উল্লেখ্য, লেবাননে অপারেটর ক্লিন নামে একটি ক্লিনার কোম্পানিতে কর্মরত বৈরুতের রাসুলনাবার এক ভবনে থাকা ১৭৭ জন বাংলাদেশি কর্মীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৭৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। বাকিদের নেগেটিভ আসলেও তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

লেবানন/জসিম/রফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়