ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অবৈধ লেবানন প্রবাসীদের দেশে পাঠানো শুরু হচ্ছে

জসিম উদ্দীন সরকার, লেবানন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২১  
অবৈধ লেবানন প্রবাসীদের দেশে পাঠানো শুরু হচ্ছে

আগামী ১৫ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে লেবানন থেকে ফিরবে বিশেষ কর্মসূচীতে বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধনকৃত ৪৮২ জন  প্রবাসী বাংলাদেশি। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে নিবন্ধনকৃতদের সিরিয়াল নম্বর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪৪৪ জন প্রবাসী ২০২০/২১ সালে দেওয়া বিশেষ সুযোগে স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধন করেন। গত জানুয়ারিতে তাদের ফ্লাইট চালু হবার কথা জানিয়েছিলেন বাংলাদেশ দূতাবাস, কিন্ত লেবাননে দীর্ঘ লকডাউন থাকায় বিশেষ ফ্লাইট বাতিল করতে হয়। বাকি ৩৮ জন ২০১৯/২০ সালে নাম নিবন্ধন করেও তাদের বিরুদ্ধে মামলা থাকায় তখন দেশে ফিরতে পারেননি। দূতাবাসের অক্লান্ত চেষ্টায় তাদের মামলা মীমাংসা করে দেশে প্রেরণ করা হচ্ছে।

গত ৭ ফেব্রুয়ারি লেবাননের লকডাউন শিথিল হলে ফ্লাইট চালু করার ঘোষণা দেয় দূতাবাস। দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯/২০ সালের বিশেষ কর্মসূচী এবং স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচী ২০/২১-এর আওতায় ৪৮২ জনের লেবানন সরকারের ছাড়পত্র পাওয়া গেছে। তাদেরকে আগামী ১৫ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে প্রেরণ করা হবে।

আরো পড়ুন:

আগামী শনিবার তাদের বিমান টিকেট দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এবং পর্যায়ক্রমে নিবন্ধনকৃত বাকিদেরও যত দ্রুত সম্ভব দেশে পাঠানো হবে বলে জানায় বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় দেশে ফিরতে শুধুমাত্র বিমান টিকেট জমা দিয়ে সাড়ে তিন হাজারের অধিক বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়