ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লেবানন বিএনপির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

জসিম উদ্দীন সরকার, লেবানন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১
লেবানন বিএনপির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লেবানন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান আহ্বায়ক আমীর হোসেন কলিমের সভাপিতত্বে ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম আইমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক চিপ হুইপ জয়নাল আবেদীন ফারুক। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সাবেক সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি, বিএনপির সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল তালুকদার প্রমুখ। 

এছাড়া সভামঞ্চে উপস্থিত ছিলেন লেবানন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূইয়া, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মুজিবল হক মুজিব, আহ্বায়ক সদস্য জাকির হোসেন জাকির, আবুবক্কর সিদ্দিক, আরমান হোসেন আমান, জসিম উদ্দীন, উপদেষ্টা সদস্য মনির হোসেন সরকার, লেবানন মহিলা দলের সভাপতি সুলতানা নুরসহ অনেকে।

আরো পড়ুন:

এতে আরও অংশ নেন  বিএনপির লেবানন আহ্বায়ক কমিটির সব সদস্যসহ বিভিন্ন দেশের প্রবাসী নেতারা। 

প্রধান অতিথির বক্তবে জয়নাল আবেদিন ফারুক লেবানন বিএনপির নেতাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহ্বান করেন। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবে সরকারের তীব্র সমালোচনা করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়