কুয়েতে বৈশাখী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম
বৈশাখী কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন স্পোর্টিং ক্লাব বনাম বাংলার আলো স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলায় বাংলার আলো স্পোর্টিং ক্লাব, কুয়েত ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্ট'র এ আসরে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার কুয়েতের মুশরেফ স্টেডিয়ামে খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদিয়া স্পোর্টিং ক্লাব কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা তারেক হাসান।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি হযরত আলী মল্লিক, সহ-সভাপতি সফিউল্লাহ প্রধান, সিনিয়র যুগ্ম সম্পাদক মকতুম হোসেন, যুগ্ম সম্পাদক হাফিজ রহমান, যুগ্ম সম্পাদক ওয়াসিম, যুগ্ম সম্পাদক কবির হুসেন সহ ব্যবসায়ী মানিক মোল্লা, সংগঠক নাসির উদ্দিন খোকন সহ আরো অনেকে।
হাদিয়া স্পোর্টিং ক্লাব কুয়েতের আয়োজনে ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের পৃষ্ঠপোষকতায় ৮টি ফুটবল দলের অংশগ্রহণে শুরু হয় বৈশাখী কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২। টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোলে শিরোপা জিতে নেয় বাংলার আলো স্পোর্টিং ক্লাব ও সুন্দরবন স্পোর্টিং ক্লাব রানার্স-আপ হয়।
হাসান/ফিরোজ