ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কুয়েতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৫ আগস্ট ২০২৩  
কুয়েতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

কুয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) কুয়েত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু কর্নারে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতীর কল্যাণে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
 
পরে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
 
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় প্রবাসীরা।
 
এসময় প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, মিনিস্টার শ্রম  আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, সোনালি ব্যাংক প্রতিনিধি লুতফর রহমানসহ কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়