ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিশ্বে তেল উৎপাদনকারী দেশের তালিকায় কুয়েত নবম

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৬ আগস্ট ২০২৩  
বিশ্বে তেল উৎপাদনকারী দেশের তালিকায় কুয়েত নবম

১৭ হাজার ৮২০ বর্গকিলোমিটার আয়তন পশ্চিম এশিয়ার দেশ কুয়েত। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে এর অবস্থান। ছোট দেশ, প্রায় পনের লাখ স্থানীয় নাগরিকদের এই দেশটিতে তিন গুণ বেশি প্রবাসীরা বিভিন্ন কাজে নিয়োজিত। এর মধ্যে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কুয়েতে কর্মরত রয়েছেন।

বিশ্বে সবচেয়ে দামি মুদ্রায় প্রথম, মধ্যপ্রাচ্যে ধনী দেশ হিসেবে তৃতীয় ও বিশ্বে ধনী হিসেবে ৩১ তম স্থান পাওয়া দেশের নাম কুয়েত।

২০২৩ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের তালিকায় কুয়েতের অবস্থান নবম। ওই পরিসংখ্যানে প্রতিদিন গড়ে ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদনের কথা বলা হয়েছে।

কুয়েত বিশ্বের অন্যতম একটি তেল সরবরাহকারী দেশ। তেল কুয়েতের জিডিপির প্রায় অর্ধেক, রপ্তানির প্রায় ৯৫ শতাংশ এবং সরকারের রপ্তানি আয়ের প্রায় ৯০ শতাংশ। বিশ্বব্যাপী তেলের প্রায় ৭ শতাংশ মজুত রয়েছে কুয়েতেই।বর্তমানে এদেশটিতে প্রতিদিন প্রায় ৩.১৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা রয়েছে।

উল্লেখ্য, ১৯৩৪ সালে কুয়েত অয়েল কোম্পানি লিমিটেড অ্যাংলো-পার্সিয়ান কোম্পানি দ্বারা কুয়েতের জ্বালানি তেল আবিষ্কৃত হয়। পরে একই বছর বুরগান ক্ষেত্রে বাণিজ্যিকভাবে তেল আবিষ্কৃত হয় যেটি উৎপাদনের অনুমতি দেয়।

এর কয়েক বছর পর বিশেষ করে ১৯৪৬ সালের জুন মাসে কুয়েতের প্রয়াত আমির শেখ আহমদ আল-জাবের আল-সাবাহ কুয়েতের প্রথম অশোধিত তেলের চালান রপ্তানির উদ্বোধন করেন।

/হাসান/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়