ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

নিউইয়র্কে ঊনবাঙালের ৩৯তম সভা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১৬ আগস্ট ২০২৩  
নিউইয়র্কে ঊনবাঙালের ৩৯তম সভা অনুষ্ঠিত

নিউইয়র্কের জ্যামাইকায় গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ৩৯তম ঊনবাঙাল সভা। ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

সভার শুরুতে ছিলো ৩০ মিনিটের একটি বিষয়ভিত্তিক আলাপচারিতা।  আলোচনার বিষয় ছিলো ‘সাহিত্যে নৈতিকতার অবস্থান’। নির্ধারিত আলোচক ছিলেন মাহমুদ রেজা চৌধুরী এবং কাজী জহিরুল ইসলাম।আলাপচারিতা সঞ্চালনা করেন কবি ও আবৃত্তি শিল্পী সুমন শামসুদ্দিন।

দর্শকদের মধ্য থেকে বন্যা মির্জা, তাসের মাহমুদ এবং ইমাম চৌধুরী আলোচনায় অংশ নেন। প্রাণবন্ত এ আলোচনায় নৈতিকতার ধারণা, দেশে দেশে এর ভিন্নতা এবং সাহিত্যে এর প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ অনেক বিষয় উঠে আসে।

সঞ্চালক সাহিত্যে পরকিয়া প্রেম বিষয়ক এক প্রশ্নের অবতারণা করলে আলোচনাটি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং দর্শকদের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়ামূলক মন্তব্য উঠে আসে।

আগস্ট বাঙালির শোকের মাস। এই মাসে বাংলা ভাষার চারজন প্রধান কবি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারা হলেন-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি শামসুর রাহমান এবং কবি শহীদ কাদরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এই চার কবির কবিতা থেকে আবৃত্তি করার মধ্য দিয়ে ঊনবাঙাল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এই পর্বটি পরিচালনা করেন মুক্তি জহির।

তিনি প্রয়াত চার কবির জীবন কীর্তি পড়ে শোনান। পরে আবৃত্তি শিল্পীরা তাদের কবিতা পাঠ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সাধারণ মেয়ে’ কবিতাটি আবৃত্তি করেন বন্যা মির্জা। ‘হঠাৎ দেখা’ আবৃত্তি করেন আহসান হাবীব। কবি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি পড়ে শোনান সুমন শামসুদ্দিন এবং ‘নারী’ পাঠ করেন মো. নজরুল ইসলাম।

কবি শামসুর রাহমানের ‘আসাদের শার্ট’ পড়েন ফরিদা ইয়াসমিন। সবশেষে শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ পড়েন নাসিমা আখতার ও ‘সঙ্গতি’ পড়েন মাহফিল আলী।

এছাড়া তৃতীয় পর্বে ওয়াহেদ হোসেন এবং বাবু জামান অন্যান্য কবির কবিতা আবৃত্তি করেন। এই পর্বে ১৯৭৫ এর ১৫ আগস্ট ট্রাজেডির ওপর স্বরচিত পুঁথি পাঠ করেন ধুপ শিখা। নিজের লেখা কবিতা ও গদ্যাংশ পড়ে শুনিয়েছেন এইচ বি রিতা, মিয়া এম আসকির, সুলতানা ফিরদৌসী, মোশাররফ হোসেন, সৈয়দ হাশমত আলী, ইমাম চৌধুরী, তাসের মাহমুদ, ফাহমিদা ওয়াদুদ, সৈয়দ কামরুল, সৈয়দ রাব্বী, কাওসার চৌধুরী, মাহমুদ রেজা চৌধুরী প্রমুখ। তৃতীয় পর্বটি সঞ্চালনা করেন ঊনবাঙালের সদস্য ইমাম চৌধুরী।

শেষ পর্বে কবি কাজী জহিরুল ইসলাম পঠিত লেখাগুলোর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। 

/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়