ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩  
স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার রাতে (২২ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালের ফুট ব্যাংক রেস্টুরেন্টে কর্মী সম্মেলন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যোগ দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।

কর্মী সমাবেশের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহিন, আসলাম ফকিরি লিটন এবং মোহাম্মদ সেলিম হোসেন।

কর্মী সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জিহানের তত্ত্বাবধানে দলের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মী সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করছি। সংগঠনকে গতিশীল করতে আমরা নতুন নেতৃত্ব বাছাই করছি। মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের শক্তিশালী কমিটি গঠন করা আমাদের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, আমাদের গণতন্ত্র, ভোটের অধিকার রক্ষা করার পাশাপাশি বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, মো. শাহ আলম, মোহাম্মদ কামাল হোসেন, মো. রহিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন মজুমদার, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান সাহাজী, সহ-প্রচার সম্পাদক মো. হালিম প্রমুখ।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়