ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

মালদ্বীপে নিখোঁজ শুক্কুর সন্ধান চায় পরিবার

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১ নভেম্বর ২০২৩  
মালদ্বীপে নিখোঁজ শুক্কুর সন্ধান চায় পরিবার

মালদ্বীপপ্রবাসী আব্দুল শুক্কুরের গত মাসের ২৫ তারিখ থেকে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ নেই। স্থানীয় মোবাইল নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ইমুসহ অন্যান্য অ্যাপে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

শুক্কুরের দেশের বাড়ি ফেনী জেলার ফরহাদ নগর ইউনিয়নের দক্ষিণ চরকালীদাশ গ্রামে। তার বাবার নাম মৃত মোহাম্মদ জাহাঙ্গীর।

শুক্কুর ৭ বছর আগে মালদ্বীপ আসেন। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে কোনও যোগাযোগ নেই পরিবারের সাথে।

তার চাচাতো ভাই সৌদিআরব প্রবাসী ইব্রাহীম মুঠোফোনে জানান, কিছুদিন আগে শুক্কুরের বাবা মারা যায়। তার পরিবারের অবস্থা বেশি ভাল না। শুক্কুরের সঠিক তথ্য পেতে তার মা সবার সহযোগিতা চেয়েছেন। গত কয়েক দিন আগে শুক্কুরের সাথে কোনও যোগাযোগ করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন তার মা। 

তার চাচাতো ভাই আরও জানান, বৈধ কাগজপত্র না থাকায় সে ৭ বছর ধরে দেশে যেতে পারেনি। কাগজপত্র ঠিক করতে কিছু টাকা নিজের কাছে রেখেছিল। এখন কোনও সন্ধান না পেয়ে আমরা চিন্তিত। মালদ্বীপের হাইকমিশন অফিসে ও প্রবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে। সন্ধান পেলে তার চাচার নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (০১৭১৫৫৩০৯৫৪)।

জানা গেছে, আব্দুল শুক্কুর মালদ্বীপের সাগরে জেম লাইন নামক ধোনি (ট্রলার) মাছধরার ট্রলারের কর্মরত ছিলেন। বসবাস করা রাসধু আইল্যান্ডে থেকে গত ২৫ অক্টোবর থেকে নিখোঁজ সে। তারপর থেকে বাড়ির সাথে কোনও যোগাযোগ নেই। 

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়