ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

দুবাইয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

মুহাম্মদ শাহ জাহান, দুবাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৪ ডিসেম্বর ২০২৩  
দুবাইয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুবাই কনস্যুলেটের সভা কক্ষে কনসাল জেনারেল বি এম জামাল হোছাইনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কমার্সিয়াল কাউন্সিলর অশিষ কুমার সরকার। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর শ্রম আব্দুস সালাম। সভায় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতাযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী বুঝতে পেরেছিল, পরাজয় নিশ্চিত। তখন তারা বাংলাদেশকে সাংস্কৃতিক, সামাজিক এবং শিক্ষার দিক থেকে দুর্বল ও পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা করে। সে পরিকল্পনা অনুযায়ী, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। 

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়