ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:৩৬, ১৯ ডিসেম্বর ২০২৩
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় নুরুল আলম (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) ফুজাইরার গোরফা বলদিয়া মার্কেটের পাশে জেবরা ক্রসিংয়ে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে  ফুজাইরাহ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।  চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।  

নুরুল আলম রাউজানের মধ্যম কদলপুর ইউনিয়নের মো. ইউনুস মিয়ার ছেলে। সাত ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।

তার ভাই মোহাম্মদ আমিনুল বলেন, নুরুল আলম ২০০৪ সালের মার্চ মাসে কর্মী ভিসায় আমিরাতে এনেছিলেন। দুই মাস আগে ফুজাইরা প্রদেশের তার নিজস্ব নতুন একটি রেস্টুরেন্টের ভিসার জন্যে আবেদন করা হয়।  যেখানে কথা ছিল চাকরি জীবন শেষ করে ব্যবসা শুরু করবেন। ভিসা লাগানোর সকল প্রসেসিং সম্পন্ন শেষে সোমবার ছিল তার মেডিকেল ফিটন্যাস চেক করার দিন। 

তিনি জানান, আমিরাতের সব আইনি পক্রিয়া সম্পন্ন হলে লাশ দেশে পাঠানো হবে। এখন তার মরদেহ ফুজাইরা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। 

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়