আবুধাবি দূতাবাসে ‘জাতীয় অভিবাসী দিবস’ পালন
আমিরাত প্রতিনিধি || রাইজিংবিডি.কম
‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রথমবারের মত আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের লেবার কাউন্সিলর হাজেরা সাবি্বর হোসেন।
রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম মিনিস্টার আবদুল আউয়াল, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম সচিব লুৎফর নাহার নাজিম।
বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির তালুকদার, জনতা ব্যাংক সিইও মোহাম্মদ কামরুজ্জামান, সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি, মোহাস্মদ ইউনুস সিআইপি, ডা. মিসবাহ উদ্দিন আহমেদ, আবু হানিফ, আবদুর রাজ্জাক আবদুল আউয়াল, আবদুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আমিরাতে নিজেদের অবস্থান, উন্নতি, সমস্যা সম্ভাবনা ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা আর সুপারিশের কথা তুলে ধরেন। পরে উপস্থিত সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা সনদ দেওয়া হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ এসব সম্মাননা সনদ তুলে দেন।
ঢাকা/হাসান/এনএইচ