ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৫ মার্চ ২০২৪  
রিয়াদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। 

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদের ডেপুটি গভর্নর ড. ফয়সাল বিন আব্দুল আজিজ আল সুদাইরী।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

এ সময় রাষ্ট্রদূত সৌদিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে যা আগামী দিনে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবসম্পদ ও পরিবেশসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ সৃষ্টি করবে। রাষ্ট্রদূত এ সময় সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন এবং এর ভাতৃপ্রতীম জনগণের সঙ্গে বাংলাদেশ সরকারের সংহতি পুনর্ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের ডেপুটি মিনিস্টার আব্দুল মাজিদ বিন রাশিদ আল সামারী, সৌদি বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ কমিটির চেয়ারম্যান খালেদ মোহাম্মদ আল বাওয়ার্দীসহ শুরা কাউন্সিলের সদস্যবৃন্দ, সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়