মালদ্বীপ-চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম
মালদ্বীপ ও চীনের মধ্যে চুক্তির পর দিন আজ মঙ্গলবার উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা দপ্তরের উপ-পরিচালক মেজর জেনারেল ঝাং বাওকুন মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি মুইজু বৈঠকে মালদ্বীপকে অব্যাহত সমর্থন ও সহায়তার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট অফিস থেকে আরও জানা গেছে, রাষ্ট্রপতি এবং মেজর জেনারেল কৌশলগত অংশীদারিত্ব এবং মালদ্বীপ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন।
রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, বৈঠক শেষ করার সময় তারা উভয়ই ভবিষ্যতের সহযোগিতা এবং অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেছেন।
মালদ্বীপ চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা শুরু করলেও মালদ্বীপ ও চীন বর্তমানে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারেনি। বরং অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যের ক্ষেত্রে মালদ্বীপের গুরুত্বপূর্ণ অংশীদার চীন।
দ্বীপরাষ্ট্রটি মূলত নিরাপত্তা বিষয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করে আসছে।
/হাসান/এসবি/